জেলা ব্রেকিং নিউজ

কৃষি আন্দোলনের ধাঁচে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুমকি

কৃষি আন্দোলনের ধাঁচে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল অল ইন্ডিয়া ব্রিক ও টাইলস মেনুফ্যাকচার ফেডারেশন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর সমাধান সূত্র না মেলায় কেন্দ্রের কৃষি বিল বিরোধী আন্দোলনের ধাঁচে আগামী দিনে ইঁট ভাটা মালিকদের আন্দোলন হবে। সারা ভারত ব্রিক্স সাপ্লাই অ্যাসোসিয়েশনের শ্রমিক স্বার্থে ও ভাটা বাঁচানোর দাবিতে আন্দোলনের ডাক দিল অল ইন্ডিয়া ব্রিক ও টাইলস মেনুফ্যাকচার ফেডারেশন।

বসিরহাটের রবীন্দ্রভবনের সামনে থেকে ইঁট ভাটা বাঁচানোর অঙ্গীকার নিয়ে এবার ময়দানে  নামল ভাটা মালিক ও শ্রমিকরা। এই জেলায় কমবেশি ৮৬২ টি ইঁট ভাটা আছে। ইঁট ভাটা সংগঠনের সর্বভারতীয় সভাপতি অশোক তিওয়ারী, পশ্চিমবঙ্গ ইউনিয়নের সভাপতি যোগেশ আগরওয়াল, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি মান্তু ঘোষরা বলেন, সারা ভারতবর্ষে দেড় লক্ষ ভাটা আছে। আড়াই কোটি ভাটা শ্রমিক রয়েছে এবং এর সঙ্গে পরিবারের সদস্য মিলে মোট ১০ কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। তারাই আজকে সমস্যার মুখে। কেন্দ্রীয় সরকারের এক তরফা নীতি শ্রমিকদের উপর ১২% জিএসটি, কয়লার উপর ১৬% জিএসটি চাপিয়েছে। যেভাবে শ্রমিকদের ওপর কেন্দ্রীয় সরকারের একতরফা নীতি এনেছে, তার বিরোধিতায় নেমেছে ভাটা মালিকরা।

তারা এও জানান, কেন্দ্র পরিকল্পনা করেই এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই আগামী ২০২২ এবং ২৩ সালে ভাটা বন্ধের ডাক দেওয়া হয়েছে। গত তিন মাস ধরে কখনো দিল্লির যন্ত্র মন্ত্র অবস্থান বিক্ষোভ, তারপর কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। সেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে চুপচাপ বসে আছেন। তিনি কথা বলছেন না। শ্রমিকদের উপর শোষণ চলছে। তাই আজ কৃষক আন্দোলনের ধাঁচে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।