‘অগ্নিপথ’-এর কারণে অগ্নিগর্ভ গোটা দেশ! চারিদিকে জ্বলছে আগুন। বিক্ষোভের কারণে অনেক ক্ষতি হয়েছে রেলের। আর সেই কারণেই বাতিল করা হয়েছ কলকাতা থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা। বাতিল হওয়া ট্রেনের তালিকায় নাম রয়েছে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এবং শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস। এছাড়াও আসানসোল ও অন্যান্য জায়গা থেকে আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোট ৩১৬ টি ট্রেন। সবমিলিয়ে বিক্ষোভের জেরে বাতিল প্রায় দুশোরও বেশি ট্রেন। যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে প্রায় ১১ টি এক্সপ্রেসের।
বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রায় সারাদিন কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে উত্তাল বিহার। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই এসেছে সরকারি সম্পত্তি নষ্টের খবর। বিশেষ করে রাজ্যের প্রতিটি স্টেশন কার্যত তছনচ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। শুধুমাত্র বিহারেই এদিন পাঁচটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিহারের ১২ টি জেলায় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। হরিয়ানার একটি জেলায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেটের পাশাপাশি এসএমএস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে গ্রেফতার হন ২৬০ জন। বিক্ষোভের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ভারতীয় রেল। দেশ জুড়ে এই বিক্ষোভের জেরেই ‘অগ্নিপথ’ প্রকল্পের নিয়ম আরও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।