জেলা

‘‌পুজোয় পুলিশকে চুড়ি উপহার দেব’‌

পুজোয় পুলিশকে চুড়ি উপহার দিতে চান বিজেপি নেত্রী।জলপাইগুড়ি থেকে প্রকাশ্যে এই কথা বললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। রাজগঞ্জের নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানেই পুলিশের বিরুদ্ধে অপদার্থতার অভিযোগ করেন।
নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নিখোঁজ মেয়ের খোঁজ করে দিতে ঘুষ নিয়েছে পুলিশ। নিজেদের অপদার্থতা ঢাকতে থানায় তুলে নিয়ে গিয়ে সোমারু মহম্মদকে বয়ান বদল করতে বাধ্য করেছে পুলিশ। তাই আমরা ঠিক করেছি এবার পুজোয় পুলিশকে চুড়ি উপহার দেব। তারা সেই চুড়ি হাতে পরে বসে থাকুক। ২০২১ সালে আমরা ক্ষমতায় এলে চুড়ি খুলে নেব।’‌
শিলিগুড়ির কর্মসূচি শেষ করে ফের জলপাইগুড়ি চলে আসেন তিনি। জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নাবালিকার সঙ্গে দেখা করতে গেলে জানতে পারেন, দুপুরেই নাবালিকাকে স্থানীয় একটি হোমে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনা আড়াল করতে পুলিশ লুকোচুরি খেলছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী। এরপরই পুজোয় পুলিশকে চুড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন অগ্নিমিত্রা।