রাজ্য লিড নিউজ

রাজপথে চাকরির দাবিতে আন্দোলন, মহিলা চাকরিপ্রার্থীকে চিমটি কাটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চাকরি চাই। চাকরি চাই। দ্রুত নিয়োগ চাই। বার বার রাজপথে এই দাবি নিয়ে আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। ১৬ নভেম্বর, মঙ্গলবারও পথে নেমে বিক্ষোভ দেখাল আপার প্রাইমারি চাকরি প্রার্থীরকালীঘাটের রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ডিসি সাউথ এর নেতৃত্বে রয়েছেন পুলিশকর্মীরা। রয়েছে প্রিজন ভ্যানও।

এদিন বিক্ষোভকারীদের তুলতে গেলে পলিশের সাথে চাকরিপ্রার্থীদের ব্যাপক ধ্বস্তাধস্তি হয়। এরইমাঝে চাকরিপ্রার্থীদের জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ করা হয়। এক মহিলা আন্দোলনকারীর অভিযোগ করেন, এক পুলিশ কর্মী তাকে চিমটি কেটেছে। প্রসঙ্গত, এর আগে পুলিশের বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ এসেছিল। সেই নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়।

সেখানে এক মহিলা আন্দোলনকারীকে জোর করে তুলে নেওয়ার ছবি দেখা যায়। যেতে না চাইলে ধ্বস্তাধস্তি হয়। তখন এক পুলিশকর্মীকে ওই মহিলা আন্দোলনকারীকে কামড়ে দিতে দেখা যায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য নিউজ এক্সপ্রেস।