পরপর দুদিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পাঁচ রাজ্যের ভোটের পর পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। দেশের অধিকাংশ শহরেই এখন পেট্রোল বিকোচ্ছে একশো টাকার উপরে। পিছিয়ে নেই ডিজেলও। বুধবার দাম বেড়েছিল লিটারপ্রতি ২৮ পয়সা করে। বৃহস্পতিবার ফের দাম বাড়ল ২৪ থেকে ৩০ পয়সা করে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১৭ পয়সা। আর ডিজেলের দাম লিটার পিছু ৯২.৯৭ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০১ টাকা ৬৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৮৯.৮৭ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রোলের মূল্য। বৃহস্পতিবার সেখানে এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১০৭ টাকা ৭১ পয়সায়। এক লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৫২ পয়সা।
পেট্রোল-ডিজেলের মুল্যের প্রশ্নে কেন্দ্র এখন জিএসটি কাউন্সিলকে ঢাল হিসাবে ব্যবহার করছে। নির্মলা সীতারমণরা দাবি করছেন, পেট্রপণ্যের দাম কমাতে হলে জিএসটির আওতায় আনতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবে ছাড়পত্র দিচ্ছে না। কেন্দ্র পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনতে চাইলেও বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলি তাতে বাধা দিচ্ছে।