করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ

ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ

নতুন বছর শুরু হওয়ার আগেই ফিরেছে করোনা আতঙ্ক! ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। সব রাজ্যের কাছে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়িতে ৭ দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করল কর্নাটক সরকার। করোনার বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় সরকারি ও বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সংক্রমণ ধরা পড়লে ৭ দিন বাড়িতে থাকতে বলা হয়েছে। এছাড়াও প্রতিদিন ৫ হাজার করোনা পরীক্ষা করা হবে। আপাতত কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কিন্তু যাঁদের কোমর্বিটি রয়েছে তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, কেরল, মহারাষ্ট্র, গোয়াম এই তিন রাজ্যে জেএন.১-এ আক্রান্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া গিয়েছে। কেরলে পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।