নিখিল জৈন ফের নতুন করে স্টেটাস শেয়ার করলেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই নিখিল সেই ছবি শেয়ার করেন। যেখানে তিনি বলেন, কিছু কিছু ভাবনার ভারে হৃদয় ডুবে থাকে। একা থাকলে তবেই ওই ধরনের অনুভূতির সঙ্গে নিজেকে আত্মস্থ করা যায় বলেও মন্তব্য করেন নিখিল।
নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক নিয়ে বর্তমানে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এইসব প্রশ্নের উত্তর নুসরত যেমন দেবেন না, তেমন নিখিলও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
নুসরতের সঙ্গে অভিনেতা যশ দাসগুপ্ত সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। এসওএস কলকাতার শ্যুটিংয়ের সময় থেকেই নুসরত, যশের সম্পর্কের সূত্রপাত হয় বলে খবর। এমনকী, যশের সঙ্গে নুসরত রাজস্থানে বেড়াতে গিয়েছেন বলেও প্রকাশ্যে আসে বেশ কয়েকটি ছবি। এছাড়া নুসরতের জন্মদিনের অনুষ্ঠানে নিখিলকে দেখা গেলেও, সেখানে যশের হাজিরা অনেকের নজর কেড়ে নেয়।