দৈনিক করোনা সংক্রমণ এর গ্রাফ কখনও উঠছে কখনও নামছে। একদিনে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী রাজ্যের পজিটিভিটি রেট। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৭২৫ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ২০১ জন। চিন্তা বাড়িয়ে এদিনও কলকাতা সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানকার ১২৫ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে আক্রান্তের সংখ্যা ৬৪। দক্ষিণ ২৪ পরগনায় ৬১জন ও হাওড়াতে আক্রান্ত ৫৪ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯ হাজার ১১৮ জন। তথ্য অনুযায়ী, গত একদিনে করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ১২ জনের। যারা কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। মারণ ভাইরাসের থাবায় এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ। তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। এ পর্যন্ত রাজ্যে মোট ১৫ লক্ষ ৮১ হাজার ৬৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০শতাংশ। গতকালের চেয়ে সামান্য বেড়েছে সুস্থতার হার।
বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮ হাজার ৪৫ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১১৭ জনের। টিকাকরণকে হাতিয়ার করেই করোনা যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছে গোটা বাংলা। করোনার টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও।