বিনোদন

ফের শারীরিক অবস্থার অবনতি হল গীতশ্রীর

আজ ফের শারীরিক অবস্থার অবনতি হল গীতশ্রীর। জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের রক্তচাপ নেমে গিয়েছে । কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে খুব দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালের আইসিইউ বিভাগে।

মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক। এদিন সকালে তাঁর রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পীকে। পাশাপাশি তার পেটে ব্যথার সমস্যাও রয়েছে। এরপরই চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিম প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছে।

বয়সজনিত নানান অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে যান তিনি। এর পরই ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর।  উল্লেখ্য,  গত ২৭ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে উডবার্ণ ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। সেদিনই করোনা পরীক্ষায় করা হয়। তাঁর পজেটিভ রিপোর্ট আসে। পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ছিল। এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলো হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা খুব ভালো ছিল না। তিনি অক্সিজেন সাপোর্টেই  ছিলেন।

সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা। ‘পদ্মশ্রী’ ইস্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা, তার চব্বিশ ঘণ্টার মধ্যেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে বর্তমানে তার অবস্থা সংকটজনক।