দেশ ব্রেকিং নিউজ

Kashmir: ফের কাশ্মীরে গুলি করে খুন

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক মহিলার। জানা গিয়েছে, পেশায় তিনি একজন শিক্ষিকা। তিনি জম্মু ডিভিশনের সাম্বার এলাকার বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী।

কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষ হত্যার ঘটনা নতুন নয়। প্রায়শই সেখানে এভাবে সাধারণ মানুষকে খুন করা হয়ে থাকে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, শিক্ষিকাটি ছিলেন হিন্দু। হিন্দু শিক্ষিকা হত্যার ঘটনায় নিন্দা করেছেন মেহবুবা মুফতি। নাগাড়ে নিরস্ত্র নাগরিক হত্যায় সরকারের নিন্দা করেছেন তিনি।

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক। নিরস্ত্র সাধারণ নাগরিকদের আক্রমণের তালিকায় আরও একটি নিশানা করে খুন। সরকার বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না তারা। এই আশ্বাসের মতো ফাঁপা লাগবে নিন্দা এবং সমবেদনার শব্দগুলো। মৃতের আত্মা যেন শান্তি পায়।’

সম্প্রতি, দিন কয়েক আগেই আমরিন ভাট নামে এক অভিনেত্রীকে তার বাড়ির সামনেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই মাসের ১২ তারিখেই রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের হত্যায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কাশ্মীরে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গেলে জনতার ওপর লাঠিচার্জ করে কাশ্মীর পুলিশ।