হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁকে আনন্দে গান গাইতে দেখা গিয়েছিল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভবানীপুরের বাড়িতে ফিরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। কষ্ট কমাতে ইনহেলার নিয়েছেন তিনি। ক্লান্তির জেরে ভবানীপুরের বাড়িতে পৌঁছে ঘর পর্যন্তও পৌঁছতে পারেননি এই দাপুটে নেতা। বারান্দায় একটি চেয়ারে বসিয়েই চলছে প্রাথমিক চিকিৎসা।
পরিবার সূত্রে খবর, প্রাথমিকভাবে অক্সিমিটার দিয়ে অক্সিজেনের স্যাচুরেশন মাপা হয়েছে মদন মিত্রের। তাঁর একটা টান ধরা পড়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাড়িতে সুগার পরীক্ষাও করা হয়েছে তাঁর। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে খবর। এখন তিনি বিশ্রামে আছেন। আশা করা হয়েছিল তিনি সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু বাড়িতে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। যা সবাইকে ভাবিয়ে তুলেছে।
রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক। লাল ধুতি–পাঞ্জাবি–সানগ্লাস পরে গান গাইতে গাইতে খোশমেজাজে বের হন তিনি। হাসপাতাল চত্বর থেকেই ফেসবুক লাইভ করে অনুগামীদের উদ্দেশে বার্তা দেন তিনি। নিজে হুডখোলা গাড়ি চালিয়ে মাজারে পৌঁছন। সেখানে প্রার্থনাও করেন তিনি। মাজার থেকে বেরিয়ে অনুগামীদের সঙ্গে কথা বলতে বলতেই অসুস্থবোধ করতে শুরু করেন মদন মিত্র। শুরু হয় শ্বাসকষ্ট। চোখে মুখে জল দেওয়া হয় তাঁর।
অসুস্থ হওয়ার পর তৃণমূল বিধায়ক জানান, রবিবার তাঁর কামারহাটি যাওয়ার কথা ছিল। সেখানে সেফহোম সংক্রান্ত কাজ এবং অনুগামীদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু আগামী ৭২ ঘণ্টাও সেখানে হয়তো তিনি যেতে পারবেন না। পরিস্থিতি খারাপ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
