দেশ ব্রেকিং নিউজ

পরপর ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি

রবিবার ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। কার্যত লকডাউনের মধ্যে এই দামবৃদ্ধি অন্যান্য পণ্যের উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পর লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। ৪ মে থেকে এই নিয়ে ৯ বার বাড়ল দাম। এই সপ্তাহতেই চারবার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়ে হল ৯২.৫৮ টাকা। ডিজেলের দাম ২৭ পয়সা বেড়ে হয়েছে ৮৩.২২ টাকা।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কয়েকটি শহরে পেট্রোল সেঞ্চুরি পেরিয়েছে। অন্যান্য বেশ কয়েকটি শহরও সেঞ্চুরির দিকে এগোচ্ছে। লাগাতার বৃদ্ধির জেরে কলকাতাতেও নয়া রেকর্ড গড়েছে পেট্রোল–ডিজেলের মূল্য। কলকাতাতেও রবিবার পেট্রোলের দাম বেড়ে হল ৯২.৬৭ টাকা এবং ডিজেলও পৌঁছে গেল ৮৬.০৬ টাকায়। মুম্বইয়তে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল ৯৮.৮৮ টাকা ও ডিজেল ৯০.৪০ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৪.৩১ টাকা এবং ডিজেলের দাম পৌঁছেছে ৮৮.০৭ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল–ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৯৫.৩৩ টাকা এবং ৮৭.৯২ টাকা। হায়দরাবাদে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.২২ টাকা এবং ডিজেল ৯০.৭৩ টাকা। তিরুঅনন্তপুরমে পেট্রোল–ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৮১ টাকা এবং ৮৯.৭০ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার সকালে কলকাতায় লিটার প্রতি ২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৭ পয়সা। এই মুহূর্তে কলকাতায় জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ। রবিবার শহরে পেট্রোল বিকোচ্ছে ৯২ টাকা ৬৭ পয়সা প্রতি লিটারে। লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৮৬ টাকা ৬ পয়সা। এটাও রেকর্ড। বেশ কয়েকটি রাজ্যেই চলছে লকডাউন, আংশিক লকডাউন কিংবা কার্ফু। এই অবস্থায় গাড়িও চলছে কম। ফলে পেট্রোল–ডিজেলের চাহিদাও তুলনামূলক ভাবে কিছুটা কমেছে। কিন্তু তবুও এই মহামারীর মধ্যে পেট্রোপণ্যের দাম উর্ধ্বমুখী। এই মহামারীতে লকডাউনের জেরে আর্থিক সংকটের মুখোমুখি হন অনেকেই।