রাজ্য

টানা ৬ দিন বাড়ল পেট্রোল–ডিজেলের দাম‌

রবিবার নতুন উচ্চতা স্পর্শ করল পেট্রোল–ডিজেলের দাম! এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ৯০ টাকার উপরে পৌঁছে গেল। এই নিয়ে লাগাতার ৬ দিন জ্বালানির মূল্যবৃদ্ধি হল। পরপর ৬ দিন বৃদ্ধির ফলে ফের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রোল–ডিজেলের দাম। প্রথমবার কলকাতায় পেট্রোল পেরিয়েছে ৯০ টাকার গণ্ডী। ডিজেলও পেরিয়েছে ৮২ টাকা।
এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলে ২৮ পয়সা বেড়ে হল ৯০.০১ টাকা।। শেষ ৬ দিনে এক লিটারে দাম বেড়েছে ১.৭১ টাকা। একইভাবে লিটার প্রতি ডিজেলে ৩২ পয়সা বেড়ে দাম হয়েছে ৮২.৬৫ টাকা। শেষ ৬ দিনে এক লিটার ডিজেলের দাম বেড়েছে ১.৯৪ টাকা। রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৮ টাকা ৪৪ পয়সা। একইভাবে ডিজেলের বেড়ে হয়েছে ৭৮ টাকা ৪৪ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম রেকর্ড ৯৫ টাকার কাছে পৌঁছে গিয়েছে। বাণিজ্যনগরীতে আজ সকালে পেট্রোলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৫ টাকা ৭০ পয়সা। চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৮৩ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা।
প্রত্যেকদিন পেট্রোল–ডিজেলের দাম সংশোধন করে বিপণনকারী সংস্থাগুলি। বিদেশি মুদ্রার হারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দামের হেরফেরের উপর নির্ভর করে প্রত্যেকদিনের পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধিত হয়। তেল সংস্থাগুলি প্রত্যেকদিন সকালে পেট্রোল এবং ডিজেলের সংশোধিত দাম প্রকাশ করে। ডিলাররা কেন্দ্র–রাজ্য কর এবং নিজেদের লাভের অঙ্ক যুক্ত সেই খুচরো মূল্যে ক্রেতাদের জ্বালানি বিক্রি করে।
সম্প্রতি বাজেটে পেট্রোল–ডিজেলের উপর কৃষি সেস বসিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পেট্রোলে লিটারপ্রতি চার টাকা এবং ডিজেলে লিটারপ্রতি ২.৫ টাকা অতিরিক্ত সেস বসেছে। যদিও অর্থমন্ত্রকের দাবি ছিল, এই অতিরিক্ত সেসের প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে না। তা যাবে তেল বিক্রয়কারী সংস্থাগুলির পকেট থেকে। কিন্তু দেখা যাচ্ছে, বাজেট পেশের পর নিয়মিত দাম বাড়িয়েই যাচ্ছে সংস্থাগুলি। এছাড়া পেট্রোল এবং ডিজেলে রাজ্যভিত্তিক ভ্যাট ও আবগারি শুল্কের মতো করের পরিমাণ পৃথক হওয়ায় বিভিন্ন শহরে দাম আলাদা।