ফের পেট্রোল–ডিজেলের দাম বাড়ল। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারে ২৬ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ২৮ পয়সা। শুক্রবার কলকাতায় ডিজেলের দাম প্রায় ৯০ টাকা ছাড়াল। ফলে গণ– পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মে মাসের শুরু থেকে ১৯ বার। সব মিলিয়ে মে মাসের পর থেকে ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আর পেট্রোলের দাম বেড়েছে ৪ টাকা ৩৬ পয়সা। একদিকে করোনায় মৃত্যুমিছিল। অন্যদিকে কাজ হারিয়ে পেটের টান। দেশের আমজনতা যখন অর্থনৈতিকভাবে খাদের কিনারে, তখনই জ্বালানির এই মূল্যবৃদ্ধি যেন মড়ার উপর খাড়ার ঘা।
আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৪.৭৬ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৫.৬৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল ১০০.৯৮ টাকা/লিটার এবং ডিজেল ৯৩.৯৯ টাকা/লিটার। কলকাতায় আজ পেট্রোলের দাম ৯৪.৭৬ টাকা/লিটার এবং ডিজেল ৮৮.৫১টাকা/লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৬.২৩/লিটার এবং ডিজেল ৯০.৩৮/লিটার। মুম্বইয়ের মতো মহানগরে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছে। কলকাতা–সহ দেশের অন্য বড় শহরগুলিতেও রেকর্ড গড়ছে জ্বালানি।
কলকাতা প্রায় ৯০ ছুঁইছুঁই ডিজেলের দাম। ফলে বাস, ট্রাক, লরি–সহ অন্যান্য পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। এইভাবে চলতে থাকলে গণ–পরিবহণে পরিষেবা দেওয়া মুশকিল বলে মনে করছেন তাঁরা। আগেই মুম্বই, ভোপাল ও মধ্যপ্রদেশে পেট্রোলের দাম একশোর গণ্ডি পেরিয়েছে। করোনার প্রথম ধাক্কা আসার পরপরই কেন্দ্র জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক অনেকটা বাড়িয়েছিল। যা পরে আর কমানো হয়নি। বরং কিছু কিছু রাজ্য সরকার নিজেদের মতো পদক্ষেপ করেছে জ্বালানির দাম কমানোর জন্য। কিন্তু তাতে কাজের কাজ খুব একটা হয়নি।