পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি দু’অঙ্কের বেশি আসন পেলে কাজ ছেড়ে দেব বলে জানিয়েছিলেন ভোট–কুশলী প্রশান্ত কিশোর। সেই মন্তব্যেই তীব্র কটাক্ষ শুরু করেন বিজেপি নেতৃত্ব। বাবুল সুপ্রিয়, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় পিকে–কে একহাত নিয়েছেন। এবার ফের বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশান্তের প্রশ্ন, তাঁর হিসেব সঠিক হলে ওই বিজেপি নেতারা রাজনীতি ছেড়ে দেবেন তো?
এদিন সংবাদমাধ্যমের কাছে প্রশান্ত কিশোর বলেন, ‘আমার হিসেব ভুল হলে আমি কাজ ছেড়ে দেব। কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষরা বলছেন, আমি ভুল প্রমাণিত হব। বিজেপি যদি একশোর কম আসন পায়, তা হলে কি ওঁরা রাজনীতি ছেড়ে দেবেন? অনরেকর্ড বলতে পারবেন যে আমি ঠিক হলে ওরা রাজনীতি ছেড়ে দেবেন? সেই দম আছে তো?’
অমিত শাহের বঙ্গ–সফরের পর টুইটে তিনি লিখেছিলেন, বেশ কয়েকটি সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে। সেই সংবাদমাধ্যমগুলি বিজেপিকে সমর্থন করছে। বাস্তবে বিজেপিকে লড়তে হবে দু’অঙ্ক ছাড়ানোর জন্য। এটার ঠিক নীচে লেখেন, দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভালো ফল করলে আমি কাজ ছেড়ে দেব।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল একশোর কম আসন পাবে। প্রশান্ত কিশোরের চাকরি যাবে। বিজেপিকে নিয়ে ওঁর ভাবার দরকার নেই। ওঁকে অর্ধচন্দ্র দেওয়া হবে।’ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইটারে লিখেছেন, ‘খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সব থেকে ভালো বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি’।
