দেশ লিড নিউজ

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

ব্রিগেডের পর ফের নরেন্দ্র মোদীর রাজ্য সফরের খবর। প্রথম দফার নির্বাচনের আগেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এবার জঙ্গলমহলে প্রচার করবেন তিনি। ১৮ মার্চ পুরুলিয়ায় রয়েছে নরেন্দ্র মোদীর জনসভা। জঙ্গলমহলে বিজেপি ভাল ভোট পেয়েছে লোকসভা নির্বাচনে। তাই নেতা কর্মীদের উৎসাহ দিতেই মোদীর পুরুলিয়ায় সভা করা বলে মনে করা হচ্ছে।
প্রথম দফার ভোটের আগেই তিনি ফের রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে খবর। এবার জঙ্গলমহলে প্রচার করবেন তিনি। জঙ্গলমহলে লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। সেকথা মাথায় রেখেই মোদীকে নিয়ে জঙ্গলমহলে প্রচারের পরিকল্পনা করেছে মোদী। এতে ভোটারদের আকর্ষণ বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দলীয় কর্মীরা চাঙ্গা হবেন।
আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়াতে বিজেপি ভোটারের সংখ্যা বেশি। লোকসভা নির্বাচনে তার প্রতিফলন দেখেই বিধানসভা ভোটের অঙ্ক কষে ফেলেছে বিজেপি। তাই হেভিওয়েট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এসে পুরুলিয়ায় প্রচার করবে বিজেপি।
ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন। এবার বাংলায় আসল পরিবর্তন আসবে বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটি নন্দীগ্রামে উল্টে যাবে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে ১৮ মার্চ ও ২০ মার্চ আসতে পারেন প্রধানমন্ত্রী। ১৮ মার্চ পুরুলিয়া ও ২০ মার্চ কাকদ্বীপে নির্বাচনী প্রচার সভা করার সম্ভাবনা রয়েছে।
৭ মার্চ বিগ্রেডে বিশাল সমাবেশ করেছেন। এই সমাবেশের জন্য গত ১৫ দিন ধরে বিজেপির প্রস্তুতি পর্ব চলছিল। তার পরের দিনই খবর আসছে, চলতি মাসেই ফের ১০ দিনের মাথায় বঙ্গে আসতে চলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় মোট ২০টি সভা করবেন। যার প্রথমটি ছিল গতকালের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এখনও আরও ১৯টি সভা বাকি। তার মধ্যে দুটি হতে চলেছে পুরুলিয়া ও কাকদ্বীপের সভা। এছাড়াও থাকছে অমিত শাহ ও জেপি নাড্ডার সমাবেশ।