রাজ্য

আবার বাড়ল পেট্রোল–ডিজেলের দাম

টানা তিনদিন ধরে বাড়ছে জ্বালানি তেলের দাম। এবার পেট্রোল–ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি কলকাতা দেশের বাকি শহরে। তবে এতেই শেষ নয়, তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল পেট্রোল–ডিজেলের দাম! ৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন থিতু থাকার পর ফের টানা দু’দিন বেড়ে গেল পেট্রোল–ডিজেলের দাম।
কলকাতায় পেট্রোলের নতুন দাম দাঁড়াল ৮৮.৬৩ টাকা ডিজেলের দাম ৮১.০৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ৮৯.৭০ টাকা এবং ডিজেল ৮২.৬৬ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলে ২৯ পয়সা বেড়েছে। শেষ দু’দিনে এক লিটারে দাম বেড়েছে ৬২ পয়সা। একইভাবে লিটার প্রতি ডিজেলে ২৫ পয়সা বেড়েছে। শেষ দু’দিনে এক লিটার ডিজেলের দাম বেড়েছে ৬০ পয়সা।
দিল্লিতে পেট্রোলের দাম লিটারপিছু ৮৬.৯৫ টাকা থেকে বেড়ে হল ৮৭.৩০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৭৭.১৩ থেকে বেড়ে হয়েছে ৭৭.৪৮ টাকা। মুম্বইয়ে এই দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৯৪.১২ টাকা এবং ৮৪.৬৩ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটারে ৭০ পয়সা বেড়ে পেট্রোলের দাম পৌঁছেছে ৯০.৫২ টাকা এবং ডিজেল ৮৪.৬৩ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতে তেলের বাজারে তার প্রভাব পড়েছে। মধ্যবিত্তের সংসার চালাতে নাভিশ্বাস উঠবে। কারণ, তেলের দাম বাড়া মানেই নিত্য নৈমিত্তিক জিনিসের দাম বাজারে লাগামছাড়া বাড়তে শুরু করে। এক ধাক্কা ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। তেল সংস্থাগুলি প্রতিদিন সকালে পেট্রোল এবং ডিজেলের সংশোধিত দাম প্রকাশ করে। ডিলাররা কেন্দ্র–রাজ্য কর এবং নিজেদের লাভের অঙ্ক যুক্ত সেই খুচরা মূল্যে ক্রেতাদের জ্বালানি বিক্রি করে।