একদিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। শুক্রবার দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে যেমন ১০২ টাকা পেরিয়ে গেল, তেমনই কলকাতাতেও সেঞ্চুরির কাছে পৌঁছে গেল পেট্রোলের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে বলে মত সাধারণ মানুষের। কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম। পিছিয়ে নেই ডিজেলও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশজু়ড়ে ফের বেড়েছে জ্বালানির দাম। লিটার প্রতি ২৮ পয়সা করে বেড়েছে পেট্রোল–ডিজেলের দামই।
শুক্রবার কলকাতা শহরে পেট্রোলের দাম ৯৫ টাকা ৮০ পয়সা। বৃহস্পতিবার ৯৫ টাকা ৫২ পয়সা ছিল। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম লিটার পিছু ৮৯.৬০ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের মূল্য ৯৫.৮৫ টাকা। ডিজেলের মূল্য লিটারপিছু ৮৬.৭৬ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে গত মাসেই (২৯ মে) সেঞ্চুরি পেরিয়ে গিয়েছিল পেট্রোলের মূল্য। শুক্রবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১০২.০৪ টাকায়। এক লিটার ডিজেলের দাম ৯৪.১৫ টাকা।
বেড়েছে ডিজেলের দামও। এদিন শহরে ডিজেলের দাম ৮৯ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে ডিজেলের দাম। উল্লেখ্য, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের কারণে দীর্ঘদিন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি হয়নি। কিন্তু গত ৪ মে-র পর থেকে ফের বাড়তে শুরু করে জ্বালানির দাম। এই নিয়ে ২৩ বার মূল্যবৃদ্ধি হল পেট্রোল–ডিজেলের। ইতিমধ্যে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলিও। এদিন দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথেও নামছে কংগ্রেস।