দেশ লিড নিউজ

আবার বাড়ল পেট্রোল–ডিজেলের দাম

মাত্র একদিন থেমে ছিল। তারপর ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। রবিবার ফের ঊর্ধ্বমুখী হল জ্বালানি। রোজ দাম বাড়ছে, আর তার ফলে মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য। শুক্রবার পর্যন্ত পেট্রোল–ডিজেলের কলকাতায়—পেট্রোলের দাম ছিল ৯৪.৭৬ টাকা/লিটার এবং ডিজেল ৮৮.৫১টাকা/লিটার। আজ রবিবার পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটার পিছু ৯৫.০৫ টাকায়। ডিজেলের নতুন দাম ৮৮.৮০ টাকা। পেট্রোলে লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলে লিটারপ্রতি ২৯ পয়সা দাম বেড়েছে। এই নিয়ে মে মাসের পর পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ল ২০ বার।
দেশজুড়ে করোনা আবহের মধ্যেই পেট্রোল–ডিজেলের দাম বৃদ্ধিতে বাজার দর আকাশ ছোঁয়া হয়েছে। কার্যত, বাস, ট্রাক, লরি–সহ অন্যান্য পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাথায় চিন্তার ভাঁজ। এভাবে চলতে থাকলে গণ–পরিবহণে পরিষেবা দেওয়া মুশকিল বলে মনে করছেন তাঁরা। আগেই মুম্বই, ভোপাল এবং মধ্যপ্রদেশে পেট্রোলের দাম একশোর গণ্ডি পেরিয়েছে। আজ আরও বাড়ল। মুম্বইয়ের মতো মহানগরে পেট্রোল অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে। রবিবার তা পেরিয়ে গেল ১০১ টাকার গণ্ডিও। আজ বাণিজ্যনগরীতে পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ২৫ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৩ টাকা ১০ পয়সা লিটার দরে। শহর কলকাতায় নয়া রেকর্ড গড়ে পেট্রোলের দাম ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম ৮৮ টাকা ৮০ পয়সা। রাজধানী দিল্লিতে রবিবার পেট্রোলের দাম ৯৫ টাকা ৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ৯৫ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ৪৭ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম ৯০ টাকা ৬৬ পয়সা লিটার। দেশের একাধিক শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল।
অয়েল মার্কেটিং কোম্পানি আজ সকালেই জানিয়েছে, ২৭ পয়সা বেড়েছে লিটার পিছু পেট্রোলের দাম, ডিজেলের দাম ২৮ পয়সা। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানান, পেট্রোল–ডিজেলের দাম বাড়ছে। কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। প্রশ্ন উঠছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দায়িত্ব কি ভুলে গিয়েছে সরকার?