দুর্যোগের মধ্যেও বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। একদিকে করোনাভাইরাস রক্তচক্ষু দেখাচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছে তিনটি রাজ্যে। এই সঙ্কটকালে মূল্য বৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। দফায় দফায় বেড়েই চলেছে জ্বালানির দাম। দেখা গিয়েছে চলতি মাসে দাম বেড়েছে ১৪ বার। বৃহস্পতিবার কলকাতায় ২৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩০ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ৪৬ পয়সা।
গত মঙ্গলবার, কলকাতায় ২২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছিল লিটার পিছু ৯৩ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছিল লিটারে ২৫ পয়সা। এখন কলকাতায় ডিজেলের নতুন দাম ছিল ৮৭ টাকা ১৬ পয়সা। ঠিক দুদিন আগেই পেট্রোলের দাম লিটার প্রতি ১৬ পয়সা বেড়ে ছিল। তখন দাম হল ৯৩ টাকা ২৭ পয়সা। বাড়ছে ডিজেলের দাম।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু–সহ পুদুচেরিতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেমে ছিল পেট্রোল–ডিজেলের দাম। কিন্তু নির্বাচন মিটতেই বাড়তে শুরু করেছে পেট্রোল–ডিজেলের দাম। তার জেরে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। করোনা ব্ল্যাক ফাঙ্গাসের জেরে লকডাউন চলছে চারিদিকে। জানা গিয়েছে, ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল–ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। কিন্তু, তখন দাম কমিয়ে মূল্য সংশোধন করা হয়নি।