দেশ ব্রেকিং নিউজ

ফের গৃহবন্দি আবদুল্লা পরিবার

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তাঁর গোটা পরিবারকে ফের গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠল। রবিবার টুইটে নিজেই এই চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। টুইটে ওমরের দাবি, ‘আমাকে ও আমার বাবা, বোন ও তাঁর বাচ্চাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।’ এই দাবি করার পাশাপাশি এদিন তাঁর বাড়ির বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন ওমর।
তারপরেই কেন্দ্রকে নিশানা করে টুইটে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘২০১৯ সালের আগস্ট মাসের পর এটাই নতুন জম্মু–কাশ্মীর। কোনও ব্যাখ্যা ছাড়াই আমাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। শুধু আমাকে ও আমার বাবাকে গৃহবন্দি করাই নয়। আমার বোন ও তাঁদের বাচ্চাদেরও তাঁদের বাড়িতে গৃহবন্দি করে রেখেছে। এটাই গণতন্ত্রের নয়া মডেল। আমি খুবই ক্ষুব্ধ।’
শ্রীনগর পুলিশের দাবি, পুলওয়ামায় জঙ্গি হামলার দু’বছর পূরণের দিনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ভিআইপিদের সুরক্ষার ক্ষেত্রে। তাই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। আজ পুলওয়ামায় জঙ্গি হামলার ২ বছর পূর্ণ হলো। গোয়েন্দা সূত্র থেকে থেকে পাওয়া সতর্কতা মেনে পদক্ষেপ করা হয়েছে। উপত্যকার সব ভিআইপিদের সুরক্ষা বাড়ানো হয়েছে। আজ তাঁদের সমস্ত কর্মসূচি বন্ধ রাখতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল।