কিছুতেই জঙ্গি কার্যকলাপ থামছে না উপত্যকায়। করোনার জেরে লকডান পরিস্থিতিতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। বারবার প্রত্যাঘাত করা হলেও তা থেকে শিক্ষা নিচ্ছে না জঙ্গিরা। এই সুযোগে ভারতীয় ভূখণ্ডে ঢোকার ছক কষেছে তারা।
তাই শুক্রবার ভোরে জম্মু–কাশ্মীরের সোপিয়ান জেলার দাইরু কিগাম গ্রামে ফের সংঘর্ষ বাধে নিরাপত্তা বাহিনী এবং লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে ভূস্বর্গের মাটি। সীমান্ত এলাকা বরাবর এরা লুকিয়ে থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানান, বিশ্বস্ত সূত্রে তাঁরা খবর পান, ওই অঞ্চলে কিছু জঙ্গি লুকিয়ে আছে। সেই খবরের ভিত্তিতেই সেনা এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ অভিযানে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করা হয়। নির্দিষ্ট বাড়িটির কাছাকাছি বাহিনী এগিয়ে আসতেই গুলি চালানো শুরু করে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। চলছে গুলির লড়াই।