আন্তর্জাতিক

ফের বিধি বদল আমেরিকায়

এখনই স্বাভাবিক জীবন নয়। মাস্ক খুলে ঘোরা যাবে না। টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও! এমনই বলছে আমেরিকার স্বাস্থ্য বিষয়ক সংস্থা। তাঁদের কথায়, সংক্রমণ ছড়িয়েছে এমন জায়গায় ‘ইনডোর সেটিং’ মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁরা টিকার দুটি ডোজ নিয়েছেন তাঁদেরও পরতে হবে মাস্ক। কী এই ‘ইনডোর সেটিং’? চার দেওয়ালের মধ্যে বহু মানুষ জড়ো হন, এমন জায়গা।

মে মাসেই আমেরিকা জানিয়েছিল, যাঁদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে ইনডোর সেটিংয়ে তাঁদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। মাস ঘুরতেই সেই অবস্থান থেকে সরে দাঁড়াল ওই সংস্থা। সংস্থার ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি জানান, আমেরিকার বিভিন্ন প্রান্তে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে। তাই মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হল। উল্লেখ্য, ওয়াশিংটনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সে কথা মাথায় রেখে হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণে বিপর্যস্ত ছিল আমেরিকা। দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু সমস্ত দিকেই বাকিদের পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। টিকাকরণ শুরুর পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে সে দেশে টিকাকরণ কম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি টিকাকরণের গতি আনতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।