দুয়ারে বিধানসভা নির্বাচন ২০২১। বাংলার কুর্সি কার দখলে যাবে তা নিয়ে এখন বিস্তর জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করবেন? নাকি বিজেপি ক্ষমতায় আসবে? রাজ্যবাসী তা জানতে চান। এই পরিস্থিতির উপর নির্ভর করে হয়ে গেল সমীক্ষা। সেখানে দেখা গেল, রাজ্যের পরিবর্তনের পরিবর্তন ঘটাতে পারবে না বিজেপি। গতবারের থেকে আসন কমলেও আসন্ন বিধানসভা নির্বাচনেও রাজ্যে ক্ষমতায় থাকবে তৃণমূল। এই ইঙ্গিত উঠে এসেছে সি ভোটার–এবিপির সমীক্ষায়।
সমীক্ষায় দেখা যাচ্ছে, রাজ্যে ১৫৪ থেকে ১৬২টি বিধানসভা আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কগ্রেস। পাঁচ বছর আগে তারা পেয়েছিল ২১১টি আসন। এবারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পৌঁছতে পারে ৯৮ থেকে ১০৬ আসনে। বাম–কংগ্রেসের জোট পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন।
পাঁচ বছর আগের বিধানসভা ভোটের তুলনায় তৃণমূলের আসন এবং ভোট প্রাপ্তির হার কমবে ঠিকই। কিন্তু দু’বছর আগের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রায় ৪৩.২৮% ভোট পেয়েছিল, বিধানসভায় তাদের ৪৩% ভোট পাওয়ার ইঙ্গিতই দিচ্ছে এই সমীক্ষা। ২০১৬ সালে যে বিজেপি প্রায় ১০% ভোট পেয়েছিল, ২০১৯ সালের লোকসভায় তা প্রায় ৩০% বেড়ে ৪০.২৫% হয়েছিল। সমীক্ষার ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ভোট কমতে পারে প্রায় ৩%।
উল্লেখ্য, লোকসভায় রাজ্যে ২২টি আসন জিতেছিল তৃণমূল। প্রতি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি করে বিধানসভা এলাকা থাকে, এই হিসেব ধরলে তৃণমূলের এগিয়ে থাকার কথা ১৫৪টি আসনে। সমীক্ষা দেখাচ্ছে, বিধানসভায় তারা পেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন।
বিজেপি লোকসভায় জিতেছিল ১৮টি আসন। তাদের এগিয়ে থাকার কথা ১২৬টি আসনে। তারা এগিয়েছিল ১২১টি আসনে। এবারের সমীক্ষা বলছে, বিজেপি ৯৮ থেকে ১০৬টি আসন জিততে পারে। সুতরাং এই সমীক্ষার ফলাফল যদি মিলে যায় তা হলে লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভোটে গেরুয়া শিবির যে পিছিয়ে পড়বে তা ধরেই নেওয়া যায়। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকার প্রায় ১৮ হাজার নমুনার ভিত্তিতে। সমীক্ষা করা হয়েছে গত ৬ থেকে ১১ জানুয়ারির মধ্যে।
এমনকী সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কোনও ‘মুখ’ না থাকা বিজেপিকে তৃণমূলের চেয়ে পিছিয়ে রাখছে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান তৃণমূলের জন্য ‘জোর ধাক্কা’ বলে ৪৫.৯% উত্তরদাতা মনে করলেও মুখ্যমন্ত্রী পদের মুখ হিসেবে শুভেন্দুকে উপযুক্ত মনে করছেন ১১.৭%। দিলীপ ঘোষকে ১৪.৮%।