কয়লা পাচার কাণ্ডে ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না। তাই চিঠি দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তাঁর না আসার বিষয়টা জানিয়েছেন।
ইডি সূত্রে দাবি, আদালতের নির্দেশ মেনে প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয় ঘটককে ডাকা হচ্ছে। কিন্তু তিনি বিভিন্ন কারণ দেখিয়ে প্রত্যেকবারই হাজিরা এড়াচ্ছেন। কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সম্পর্কে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আসানসোলের গ্লাস কারখানার কর্মী ছিলেন শঙ্কর। ১৯৮২ সালে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন। সেই সময় থেকেই মলয় ঘটকের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। মলয় তখন অবিভক্ত বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা।
উল্লেখ্য, এর আগে কয়লা পাচার মামলার তদন্তে নেমে সিবিআই অভিযান চালিয়েছিল মলয় ঘটকের বাড়িতে। পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। এরপরই ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে। কিন্তু বারবার ডাকার পরেও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে যাচ্ছে বলে মনে করছে ইডি। এ ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি পরবর্তী পদক্ষেপ কী করবে সেটাই দেখার।