দেশ লিড নিউজ

রান্নার গ্যাসের দাম ৮৪৫.৫০ টাকা

দফায় দফায় বাড়ছে রান্নার গ্যাসের দাম। আর তাতেই নাকাল মধ্যবিত্ত মানুষজন। মাসের শুরুতে মধ্যরাতে ফের নিঃশব্দে বাড়ানো হল দাম।আগের দফায় ২৫ টাকা বাড়ার চারদিনের মাথায় ফের মহার্ঘ গ্যাস। রবিবার মধ্যরাত থেকে আরও ২৫ টাকা বাড়ল দাম। সোমবার ১ মার্চ থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। ফলে ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর। এদিন থেকে নতুন দাম কার্যকর হবে। এতেই ক্ষান্ত হবে কিনা জানা নেই। এরপর আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রায়ত্ত তেল–গ্যাস সংস্থাগুলির ঘোষণা, সোমবার থেকে ১৪.২ কিলোর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দর বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৯৭.৫০ টাকা। এবারও ভর্তুকি কত হবে তা জানা যায়নি।
কেন্দ্রীয় তেল সচিব দাবি করেছেন, উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি গরিব পরিবারকে দু’বছরে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিতে চায় কেন্দ্র। এদিকে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, মার্চ–এপ্রিল থেকেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমতে পারে। সাধারণ মানুষ ভর্তুকির হিসাব আর কষতে পারছেন না। কারণ, মাস শেষ হওয়ার আগেই দফায় দফায় বাড়ছে রান্নার গ্যাসের দাম। অন্যদিকে, অল্প অল্প করে কমছে ভর্তুকি। যা নিয়ে কোনও বাক্য ব্যয় করছে না কেন্দ্র। কিন্তু কেন এরকম হু হু করে দাম বাড়াবো হচ্ছে ? সং‌স্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ।