দেশ ব্রেকিং নিউজ

মমতার গাড়ি ঘিরে ‘‌জয় শ্রীরাম’

মহারণ শুরু নন্দীগ্রামে। পারদ সপ্তমে চড়ল সেখানে। প্রচারে বেরোতেই মমতার গাড়ি ঘিরে ‘‌জয় শ্রীরাম’‌ ধ্বনি তুলল বিজেপি সমর্থকেরা!‌ যা নিয়েই উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারেরও শেষ দিন। ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায়ের। বৃহস্পতিবারই ভোট। তাই নির্বাচনী পারদ এদিন সপ্তমে।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ফের ‘জয় শ্রী রাম’ স্লোগান। ভোট–মঙ্গলের সকালে রেয়াপাড়ায় নিজের অস্থায়ী বাসভবন থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর গাড়ি ঘিরে কয়েকজন যুবক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, তাঁর গাড়ি দেখতে পেয়ে পেছনে ধাওয়া করে বেশ কিছু বিজেপি সমর্থকেরা। শুধু তাই নয়, ‘‌জয় শ্রীরাম’‌ স্লোগান দিতে দিতে ছুটে যায় তারা। এরপরই ওই বিজেপি সমর্থকদের পথ আটকান কর্মরত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রেয়াপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই কয়েকজন যুবক দাঁড়িয়েছিলেন। কনভয় বেরোতেই আচমকা দৌঁড়তে থাকেন তাঁরা। তাঁদের মুখে উচ্চারিত হতে থাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কোনও প্রতিক্রয়া না দিয়ে সেখান থেকে বেরিয়ে যান তৃণমূল সুপ্রিমো। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের কনভয় সেখান থেকে বেরলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে মহম্মদবাজারেও। সেখান থেকে যাওয়ার সময় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ‘‌জয় শ্রীরাম’‌ স্লোগান দিতে থাকে উন্মত্ত বিজেপি সমর্থকেরা। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেও ঘটনার রেষ কাটেনি। ফের টেঙ্গুয়া হয়ে যখন তৃণমূলনেত্রী সোনাচূড়ার দিকে যাচ্ছিলেন, তখন তাঁর কনভয় ঘিরে আবারও জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী–সমর্থকরা।