দেশ ব্রেকিং নিউজ

আবার গৃহবন্দি মেহবুবা মুফতি!‌

আবার প্রবল উত্তেজনা দেখা দিল ভূস্বর্গে। জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি একটি টুইটে দাবি করেছেন তাঁকে আবার গৃহবন্দি করা হয়েছে। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে। এই তো কয়েকদিন আগে তাঁকে ছাড়া হয়েছে। তাহলে আবার কি এমন ঘটল যে তাঁকে গৃহবন্দি করতে হলো?‌ উঠছে প্রশ্ন।

এই নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে মুফতি জানান, আফগান মানুষের অধিকার নিয়ে ভারত সরকার চিন্তিত হলেও ইচ্ছাকৃতভাবে কাশ্মীরিদের অধিকার তারা অস্বীকার করছেন। কাশ্মীরের শান্তি নিয়ে ভারত সরকারের দাবি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

আজ মুফতির টুইট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর বাড়ির দরজা বন্ধ রয়েছে এবং সামনে সাঁজোয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য জানাচ্ছেন, মুফতিকে গৃহবন্দি করা হয়নি। তাঁর জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অসুবিধা থাকায় তাঁকে দক্ষিণ কাশ্মীরের কুলগামে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

জম্মু–কাশ্মীর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিংহভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা সচল করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ শাহ গিলানির মৃত্যুর পরে। গিলানির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তার শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন করতে বাধা সৃষ্টি করা হয়েছে। যদিও এই দাবি নস্যাৎ করে কাশ্মীর পুলিশ ৪টি ভিডিও প্রকাশ করেছে।