দেশ লিড নিউজ

উৎসবের রাতে যোগীর রাজ্যে ফের গণধর্ষণ

আবার সংবাদে জায়গা করে নিল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। কারণটা সেই একই। ফের গণধর্ষণ। এবার নির্যাতনের শিকার এক যুবতী। নবরাত্রির অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে তাঁকে ধর্ষণ করে তিন যুবক। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। হাথরাসের পর আরও বেশ কয়েকটি গণধর্ষণের ঘটনা ঘটেছে এখানে। ফলে পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তা ফের প্রমাণিত হল।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি বুধবার রাতে উত্তরপ্রদেশের মাহবা জেলার পানওয়াড়ি এলাকায় ঘটেছে। ওই তরুণী নবরাত্রির আরতি দেখে বাড়ি ফিরছিলেন। তাঁকে কার্যত অপহরণ করে তিন যুবক। ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় নির্জন এলাকায়। সেখানেই তিন দুষ্কৃতী মিলে তাঁকে উপযুপরি গণধর্ষণ করে। দফায় দফায় ওই তরুণীকে ধর্ষণ করায় জ্ঞান হারিয়েছিলেন তিনি বলে খবর।
এদিকে মাহবা জেলার পুলিশ সুপার অরুণ কুমার শ্রীবাস্তব বলেন, ‘‌পানওয়াড়ি এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ খুব দ্রুত পদক্ষেপ করে তিন যুবককেই গ্রেপ্তার করেছে। এরা নির্যাতিতাকে রাতের অন্ধকারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। নির্যাতিতাকে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য।’‌ এই ঘটনায় ফের শোরগোল পড়ে গিয়েছে। উঠেছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নও।
হাথরাস কাণ্ডের পরও সজাগ হয়নি প্রশাসন। প্রত্যেকদিন রাজ্যের কোনও না কোনও প্রান্তে কোনও না কোনও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। পরিসংখ্যান বলছে, রোজ উত্তরপ্রদেশে প্রায় ১১ জন করে মহিলা ধর্ষিতা হন। লোকলজ্জার ভয়ে অনেকেই মুখ বুঝে অত্যাচার সহ্য করেন। অনেকেই আবার সুবিচার পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন। এখনও যদি প্রশাসন সতর্ক না হয়, তাহলে বিরোধীদের প্রশ্ন তোলাটাই স্বাভাবিক।