রবিবার রাতের পর সোমবার সকালে ফের কেঁপে উঠল রাজধানী দিল্লির মাটি। পরপর দু’দিন ভূমিকম্প অনুভূত হল রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায়। লকডাউনের মাঝে পরপর দু’দিন ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। দু’দিনই মৃদু ভূমিকম্প হলেও তা অনুভব করেছেন দিল্লির বাসিন্দারা। অনেকে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন আতঙ্কে।
সোমবার দুপুরে মৃদু কম্পন অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৭। দিল্লি ও তার সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়। রবিবার যে ভূমিকম্প হযেছিল রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫। দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। যা পরিস্থিতি, আরও দু’সপ্তাহ বাড়তে পারে লকডাউনের মেয়াদ। আর তাই বাড়ির বাইরে পা রাখছেন না কেউ। সেখানে পরপর দু’দিন ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কম্পনের পরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে। লকডাউনের মধ্যেই বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। তবে আধিকারিকরা জানিয়েছেন, লকডাউনে অধিকাংশই বাড়িতে রয়েছেন। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।