করোনা সংক্রমণ ফের বাড়ায় এবার চারটি শহরে নাইট কার্ফু জারি করল গুজরাট সরকার। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে যে আহমেদাবাদ, সুরাট, ভদোদরা এবং রাজকোটে আগামী ১৭ মার্চ রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা জারি থাকবে ৩১ মার্চ পর্যন্ত। বুধবার দেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। এতে গত বছরের স্মৃতি ফিরছে দেশবাসীর মনে। এর আগে ১৬ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি ছিল।
বিগত কয়েক সপ্তাহ ধরেই গুজরাটে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। মহারাষ্ট্রেও একই কারণেই শুরু হয়েছে কড়াকড়ি। এটি গুজরাটে চলা নাইট কার্ফুর ষষ্ঠ ফেজ। গত বছর নভেম্বর মাসে প্রথম নাইট কার্ফু চালু হয়েছিল গুজরাটে। দীপাবলির পরে সংক্রমণ বাড়ার কারণেই ওই কার্ফু জারি করা হয়েছিল ওই রাজ্যে। গুজরাটে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯০ জন।
এক সরকারি আধিকারিক বলেন, ‘সুরাটে নতুনভাবে আক্রান্তের সংখ্যা ২৬২ জন। আহমেদাবাদে আক্রান্তের সংখ্যা ২০৭ জন। ভদোদরায় ৯৭ জন এবং রাজকোটে ৯৫ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন। বাকি জেলাগুলিতে নয়া আক্রান্তের সংখ্যা ১৮-৩০ জনের মধ্যে ঘোরাফেরা করছে।’ মহারাষ্ট্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নয়া বিধিনিয়ম চালু হয়েছে। যা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
