Four days ago, an 8-year-old resident of SBI Road in central Hariya of Habra Banipur died. Corona was found in his body. Six members of the entire family were on home quarantine under the direction of the district health department. This time the dead man's sister was attacked by Corona from among them. The victim is 72 years old.
জেলা

ফের করোনায় আক্রান্ত হাবরা!‌

করোনার জেরে আবার খবরে উঠে এল হাবরা। চারদিন আগে মৃত্যু হয়েছিল হাবরা বাণীপুরের মধ্য হাড়িয়ার এসবিআই রোডের বাসিন্দা ৭৬ বছরের এক বৃদ্ধের। তাঁর শরীরে করোনার সন্ধান মিলেছিল। গোটা পরিবারের ছয় সদস্যই জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে হোম কোয়ারেন্টিনে ছিলেন। এবার তাঁদের মধ্যে থেকেই করোনায় আক্রান্ত হলেন মৃত ব্যক্তির বোন। আক্রান্তের বয়স ৬২ বছর। ফলে নতুন করে ফের করোনা আতঙ্ক তৈরি হল সীমান্ত পারের জেলায়।
এখন পর্যন্ত হাবরা পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার। তার মধ্যে এক তরুণী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতের করোনা হাসপাতালে। বৃহস্পতিবার আক্রান্তের পরিবারের বাকি সদস্যদের নিয়ে আসা হয়েছে বারাসতের কোয়ারেন্টিন সেন্টারে। পরিবারের সদস্যদের এবং এদিন এক পরিচারিকা এবং একজন আয়াকেও নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টিন সেন্টারে।
একই পরিবারের পরপর দু’‌জন করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে হাবরার মধ্য হাড়িয়া এলাকায়। সংক্রমণ রুখতে এলাকায় বাঁশের ব্যারিকেড করে দেওয়ার পাশাপাশি প্রতিবেশীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ এবং প্রশাসন।