চলতি মাসেও গৃহস্থের রান্নার গ্যাসের দামে স্বস্তি নেই সাধারণ মানুষের। তবে, এপ্রিল মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই কমেছে, একধাক্কায় কমানো হয়েছে ৯১.৫০ টাকা। রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ২,০২৮ টাকা। এছাড়াও দেশের অন্যত্রও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। বেশ কয়েকবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম ওঠানামা করলেও, গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমেনি। এবারও গৃহস্থের রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি।
গত জানুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। ফলে মাথায় হাত পড়ে হোটেল ব্যবসায়ীদের। বর্তমানে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হল ২০২৮ টাকা। এক বছরে রাজধানীদের বাণিজ্যিক গ্যাসের মূল্য মোট ২২৫ টাকা কমেছে। সেখানে মুম্বই ও চেন্নাইয়ে এর মূল্য ১৯৮০ টাকা এবং ২১৯২.৫০ টাকা। ফলে আপাতত স্বস্তিতে রেস্তরাঁ মালিকরা।
তবে গেরস্থের হেঁসেলে এখনও আগুন। গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। তবে বর্তমানে গেরস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া। এই দাম আদতে কমে কি না, এখন সেই দিকেই তাকিয়ে আমজনতা।