ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরি থেকে বরখাস্ত গ্রুপ ডি-র কর্মীরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁদের চাকরি যাওয়ার পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এই নির্দেশের বিরোধিতা করে এবার ডিভিশন বেঞ্চে গেলেন গ্রুপ ডি-র ১, ৯১১ জন কর্মী। তাঁদের প্রশ্ন, এত বছর শ্রম দিয়েছি, বেতন কেন ফেরত দেব? বৃহস্পতিবার তাঁদের আবেদনের শুনানি হওয়ার কথা। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই বরখাস্ত গ্রুপ ডি কর্মীরা হাইকোর্টে পাল্টা মামলা করেছিলেন। এবার বেতন ফেরতের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা।
আদালতে গ্রুপ ডি-র কর্মীদের সওয়াল, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর যথাযথ শ্রম দিয়েছেন, তাহলে এখন কেন বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বহুদিন ধরে মামলা চলছে হাইকোর্টে। একাধিক ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। মূলত স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি প্রয়োজনে ১,৯১১ জনকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদের কথাও বলেন তিনি। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পরই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই প্রার্থীদের সুপারিশ প্রত্যাহার করে নেয় এসএসসি।