রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত টানা উত্তপ্ত হয়ে রইল উপত্যকার সোপিয়ান। রবিবার ৫ জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। সোমবার আরও চারজন নিহত। সবাই হিজবুল মুজাহিদিনের সদস্য। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোরা অঞ্চল ঘিরে চিরুনি তল্লাশি শুরু করে সেনা–পুলিশের যৌথ বাহিনী। খবর পাওয়া যায় ওই এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কিছু সন্ত্রাসবাদী। তল্লাশি করার সময়েই আচমকা গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তাবাহিনীও। তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার জঙ্গির। এই সংঘর্ষে আহত হয়েছেন ২ সেনা জওয়ান।
এই নিয়ে গত ২৪ ঘণ্টায় নিকেশ হল মোট ৯ জঙ্গি। কাশ্মীরের ডিজি জানান, সোমবার সকালে পিঞ্জোরায় অভিযানে নামে সিআরপিএফ এবং সেনা। সবাই গুলিতে নিহত হয়েছে। এরা হিজবুল মুজাহিদিনের সদস্য। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হিজবুল জঙ্গিকে নিকেশ করা হল। উল্লেখ্য, রবিবার সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার ফারুক আসাদ নাল্লি বলে শনাক্ত করা হয়েছে। ফারুক বিদেশের নাগরিক।
এই বছর এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হল মোট ৮০ জঙ্গি। এদের মধ্যে ২১ জন কমান্ডার। স্থানীয় পুলিশের পাশাপাশি সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা এই দলে ছিলেন। সূত্রের খবর, বেগতিক বুঝে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা। নিরাপত্তা বাহিনী পালটা গুলি চালালে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়।
