আন্তর্জাতিক

ফের হামলার আশঙ্কা আফগানভূমে

মৃতের সংখ্যা বাড়ছে কাবুলে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে যে বিস্ফোরণ হয়, তাতে কমপক্ষে ১০৩ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সূত্রেও খবর, লাগাতার বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন সেনারা মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, কাবুল বিমানবন্দরে বাইরে একের পর এক যে বিস্ফোরণ হয়, তাতে কমপক্ষে ৯০ জন আফগানবাসীর মৃত্যু হয়েছে। আহত দেড়শোরও বেশি মানুষ। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আইসিস।

প্রথম বিস্ফোরণটি ঘটে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের সামনেই অবস্থিত ব্যারন হোটেলের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। যারা বেঁচে গিয়েছিলেন, তাদের উপর এলোপাথাড়ি গুলিও চালায় হামলাকারীরা। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিমানবন্দরের আশেপাশে ভিড় করে থাকা সকলকেই জঙ্গি হানার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে চলে যেতেও অনুরোধ করা হয়।

বিস্ফোরণের পর সন্দেহের তির প্রথমে তালিবানের দিকে গেলেও তারা সাফ জানিয়ে দেয়, এই বিস্ফোরণের সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‌যারা এই হামলা চালিয়েছে এবং যারা আমেরিকার ক্ষতি চায়, তারা শুনে রাখুন—আমরা ভুলব না, ক্ষমাও করব না। আমরা ঠিক খুঁজে বের করব এবং তোমাদের এই হামলার মূল্য চোকাতেই হবে।’‌