পরিস্থিতি যা তাতে আজই ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। আর নির্বাচন কমিশন তা ঘোষণা করে দেওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। আর গেরুয়া শিবিরকে চাঙ্গা করে তুলতে মার্চ মাসের ২ তারিখ ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে ও পরে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, মার্চ মাসের ২ তারিখ টালা থেকে চৌরঙ্গি মিছিল করবেন অমিত শাহ। তার পরের দিন অর্থাৎ ৩ মার্চ রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবেন তিনি। ফলে একদিকে উত্তর কলকাতা এবং অন্যদিকে দক্ষিণ কলকাতায় প্রচার করবেন তিনি। সুতরাং বোঝা যাচ্ছে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। চলতি মাসের ১৮ তারিখ রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন তিনি।
এখন বিজেপির প্রচারের মূল স্লোগানই হয়ে উঠেছে ‘জয় শ্রীরাম’। দলের রাজ্য নেতারা এবং কেন্দ্রীয় নেতারাও সভা–সমিতি থেকে বারবার এই স্লোগান দিয়েছেন। বাংলা দখলে গেরুয়া শিবিরের প্রচারের লাইন মূলত তৃণমূল কংগ্রেসের তোষণের বিরুদ্ধে সরব হওয়া। সভা–সমাবেশগুলি থেকে রামের নামে স্লোগান দিয়ে আসলে পালটা সংখ্যাগুরু হিন্দুদের একজোট করার চেষ্টা করছে বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একইসঙ্গে দলের গায়ে যাতে সাম্প্রদায়িক তকমা না সেঁটে যায়, সেটা নিশ্চিত করতে চাইছে তাঁরা।
