The congress MP of Baharampur,the congress leader of Lok Sabha Adhir Chowdhury again held the post of Chairman of Public Accounts committee.
রাজ্য

পিএসি’‌র চেয়ারম্যান পদে অধীরই

ফের শীর্ষে বঙ্গ–সন্তান। দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা ফের পাবলিক অ্যাকাউন্টস কমিটি তথা পিএসি’‌র চেয়ারম্যানের পদে বহাল রইলেন। হ্যাঁ, তিনি বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। যিনি বাংলার থেকে নির্বাচিত হয়ে দাপটের সঙ্গে সংসদে সওয়াল করে চলেছেন। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের পাশে এই সাংসদ দাঁড়াতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন।
এদিকে পুরনো কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাধারণত পিএসি’‌র চেয়ারম্যানের পদটি বিরোধী দলনেতার জন্যই নির্দিষ্ট থাকে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর গঠিত নতুন কমিটির চেয়ারম্যান হন অধীরবাবুই। ১ মে থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকবে নতুন এই কমিটির।
অন্যদিকে ২২ সদস্যের এই কমিটিতে লোকসভার ১৫ জন এবং রাজ্যসভার ৭ জন রয়েছেন। তবে রাজ্যসভার পাঁচ সাংসদকে কমিটির সদস্য করে বাকি দু’টি জায়গা ফাঁকা রেখেছেন স্পিকার। কেন্দ্রীয় সরকারের রাজস্ব এবং ব্যয়ের হিসেব খতিয়ে দেখার দায়িত্ব সংসদের এই বিশেষ কমিটির উপর বর্তায়। সংসদের তিনটি স্ট্যান্ডিং কমিটির অন্যতম পাবলিক অ্যাকাউন্টস কমিটি। অন্য দু’টি কমিটি হল যথাক্রমে এস্টিমেট কমিটি (ইসি) এবং কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস (সিওপিইউ)।