পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়ার সঙ্গেই শীত ঢুকবে বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই শীত শীত আমেজ এসেছে। দক্ষিণের জেলাগুলির তাপমাত্রাও নেমেছে। রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভব করছেন মানুষ।
আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনের ২-৩ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক, এমন আবহাওয়া থাকতে পারে আগামী এক সপ্তাহ। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় পতন হতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। মূলত মনোরমই থাকবে বঙ্গভূমির আবহাওয়া।
মহানগরীতে শীত অনুভূত না হলেও, রাতের দিকে গ্রামাঞ্চলে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সাইক্লোন হামুন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিজোরামের কাছে অবস্থান করছে।
শুক্রবার কলকাতায় রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। উৎসবে যোগ দেবে ১০০টিরও বেশি পুজো কমিটি। ফিবারের মতো এবারও কার্নিভালে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানে বৃষ্টি ভিলেন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।