ব্রেকিং নিউজ রাজ্য

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শাসন-গোবরডাঙ্গা- হাবরা থানার সক্রিয়তায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

বকটুই কাণ্ডের পর রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুষ্কৃতী দমনে পুলিশকে নির্দেশ দেওয়ার পর থেকেই একের পর এক এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করছে দুষ্কৃতীদের, উদ্ধার হচ্ছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র। আর এবার উত্তর ২৪ পরগণার শাসন, গোবরডাঙ্গা, হাবরা ও অশোকনগর এলাকার বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র ও কার্তুজসহ ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল সংশ্লিষ্ট থানার পুলিশ।

বিশেষ সূত্র মারফত খবর পেয়ে শাসন থানার আই.সি মনিরুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতে গোপন অভিযান চালিয়ে শাসন থানার পুলিশ দুটি ২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করে। ১টি অত্যাধুনিক রাইফেল ও ১টি নাইন এম.এম পিস্তল সহ ৩টি তাজা কার্তুজ ও ১টি চার্জার উদ্ধার করা হয়। খড়িবাড়ি চৌমহা এলাকা থেকে ওই দুই দুষ্কৃতী মহিবুল বৈদ্য ও আজগার আলি মল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গোবরডাঙ্গা থানা এলাকায় উদ্ধার ১ টি পাইপগান ও ১ রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতী। হাবরা থানা এলাকা থেকে ১ টি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ এক দুষ্কৃতী। পাশাপাশি অশোকনগর এলাকা থেকে পুলিশ ২ টি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ সহ দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।

জানা গেছে, অশোকনগর থানা এলাকার ৫ নম্বর পি.এল ক্যাম্প এলাকা থেকে তন্ময় লোধ নামে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। এছাড়া অশোকনগর থানা এলাকার বেড়াবেড়ি পঞ্চায়েতের সুরিয়া আমবাগান এলাকা থেকে মোহাম্মদ সুলতান আলী মন্ডল নামে বছর ৪০ -এর এক যুবককে কে গ্রেপ্তার করে অশোকনগর থানার। তার থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। অপরদিকে হাবরা থানা এলাকা থেকে সোমবার রাতে হাবড়া থানার পুলিশ বানীপুর ইতনা নতুনহাট কলোনি থেকে সদানন্দ ওঝা নামে ৫১ বছরের এক দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশ। সাথে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও ২ রাউন্ড গুলি।
পাশাপাশি গোবরডাঙ্গা থানা এলাকার রামকৃষ্ণ পাঠাগার এলাকা থেকে তারক হালদার নামে ৪৫ বছরের এক যুবককে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। তার থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেকেই এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে পাঠানো হয়।