আকাশপথের পর এবার জলপথেও সীমান্ত লঙ্ঘন পাকিস্তানের। রবিবার গভীর রাতে গুজরাট উপকূল থেকে একটি পাকিস্তানি নৌকা আটক করা হয়। সেখান থেকে বিপুল আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ছাড়াও প্রচুর মাদক উদ্ধার হয়।
জানা গিয়েছে, পাকিস্তানি নৌকাটিতে প্রায় ৩০০ কোটি টাকার মাদক ছিল। ঘটনায় ১০ জন পাকিস্তানি নাগরিককেও আটক করে পুলিশ। সূত্রের খবর, গুজরাট সন্ত্রাসদমন শাখার নির্দিষ্ট খবরের ভিত্তিতে রবিবার রাতে গুজরাট উপকূলে হানা দেয় ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। নজরে আসে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে একটি পাকিস্তানি বোট। ‘আল সহেলি’ নামক নৌকাটি আদপে মৎস্যজীবীদের নৌকা বলে সূত্রের খবর। সেখানে ১০ জন পাকিস্তানি নাগরিক ছিল বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে তাদের ওখা এলাকায় নিয়ে যাওয়া হয়। ভারতীয় উপকূলরক্ষা বাহিনী সূত্রে খবর, আটক পাকিস্তানি নৌকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মিলেছে। উদ্ধার হয়েছে ৪০ কেজি মাদক। যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। মনে করা হচ্ছে,পাকিস্তান থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করার ছক ছিল। কিন্তু ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। আটক ১০ জনকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।