সোমবার রাতের পর লালবাজারের সামনে ফিয়ার্স লেনে প্রতিবাদ জারি রয়েছে মঙ্গলবার সকালেও। একইসাথে রাজ্যজুড়ে ২৬টি মেডিক্যাল কলেজের ডাক্তাররা কার্যত নির্ঘুম রাত কাটালেন। দাবিতে অনড় তাঁরা। দাবি, কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। যদিও ডাক্তারদের দেখে ক্লান্তিভাব বোঝার উপায় নেই। সারা রাত ধরে চলল প্রতিবাদ,স্লোগান,গান-বাজনা।
প্রসঙ্গত, RG Kar হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে রাজ্যের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যোগ দেন।
জুনিয়র ডাক্তারদের দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় যথাযথভাবে তদন্ত না করে পুলিশ ঘটনাকে ভিন্ন দিকে ঘোরানোর করার চেষ্টা করেছে। বাঁচাতে চাইছে কাউকে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তদন্তের নামে বিভিন্ন তথ্য ও নথিপত্র লোপাট করেছেন। তাই জুনিয়র ডাক্তাররা অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করে।
এই দাবিতে সোমবার বেলা দুটো নাগদ জুনিয়র ডাক্তাররা বিরাট মিছিল নিয়ে কলেজ স্কয়ার থেকে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু পুলিশ লালবাজারের অদূরে ফিয়ার্স লেনের মুখে নয় ফুট উঁচু লোহার ব্যারিকেড দিয়ে লালবাজার অভিমুখী রাস্তা আটকে দেয়।