ব্রেকিং নিউজ রাজ্য

মুর্শিদাবাদের পর বাঁকুড়া : চাকরি কেনার অভিযোগে সাত শিক্ষককে তলব সিবিআইয়ের

টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে মুর্শিদাবাদের চারজন শিক্ষককে সোমবার জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সিবিআই তাদের সাক্ষী হিসাবে পেশ করেছে আদালতে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে আরও সাত জন শিক্ষককে তলব করল সিবিআই। সিবিআই এই সাত জনকেও সাক্ষী হিসাবে দেখাতে চাইছে। বুধবার বাঁকুড়া জেলার সাত জন শিক্ষককে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের বেশ কিছু নথিও সঙ্গে করে আনতে বলা হয়েছে।

তদন্তের ভিত্তিতেই জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই চার শিক্ষক ঘুষের টাকা দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলকে। তদন্তকারীদের ধারণা, বিভিন্ন কলেজগুলিতে চাকরিপ্রার্থীদের খুঁজে টোপ ফেলতেন দালালেরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চলত বেআইনি নিয়োগ। গ্রেফতার হওয়া ওই চার শিক্ষকের থেকে কীভাবে টাকা তাপস মণ্ডলের কাছে পৌঁছত, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্বেই সিবিআই ও ইডি দাবি করেছিল, পার্থ চট্টোপাধ্যায়-মানিক ভট্টাচার্যদের জুটি টাকা দিয়ে হাজার হাজার চাকরি বিক্রি করেছে এবং এভাবে চাকরি বিক্রি করে তাঁরা কয়েক হাজার কোটি টাকা তুলেছিলেন।

সিবিআই আগেই দাবি করছিল যে, একাধিক প্রার্থীর বয়ান থেকে তাপসের টাকার লেনদেন প্রকাশ্যে এসেছে। তবে কে কাকে টাকা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছিল। এদিন আদালতে সিবিআই তদন্তকারীরা যে নথি পেশ করেন, তাতে ওই চার শিক্ষকের নাম ছিল এবং নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে ওই চার শিক্ষক টাকা দিয়ে চাকরি কেনে। ঘুষের টাকা তাঁরা দেন তাপস মণ্ডলকে।