ছন্দে ফিরেছে বাবর আজমের পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতকে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। এদিন প্রথম থেকেই ভাগ্য সহায় ছিল পাকিস্তানের। টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। একসময় উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষের দিকে আসিফ আলি ও শোয়েব মালিকের দুর্দান্ত পারফরম্যান্স পাকিস্তানকে জয় এনে দেয়। ১২ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান আসিফ আলি। তিনটি ছক্কা ও একটি চার মারেন তিনি। বল আছড়ে পড়ে তাঁর হেলমেটে। তবুও অপরাজেয় আসিফ। পাশাপাশি, শোয়েব মালিক ২০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।
এদিন ম্যাচে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেল খুব ভালো ফল করতে পারে নি। হ্যারিস রাউফের বলে আউট হন গাপ্তিল (১৭)। আরেক ওপেনার ডারিল মিচেল করেন মাত্র ২৭ রান। পরপর উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান তোলার গতি কমে যায়। অপরদিকে পাকিস্তান ক্রিকেটাররা খুব ঠাণ্ডা মস্তিকে খেলায় দাপট দেখান।