আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভারতের পর এবার চন্দ্রজয়ের দৌড়ে জাপান, সফল রকেট উৎক্ষেপণ

ভারতের চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে অনাবিষ্কৃত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে একটি মহাকাশযান অবতরণ করার ঠিক দুই সপ্তাহ পরে এই মহাকাশযান উৎক্ষেপণ করল জাপান। এরই কিছুদিন আগে, রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডার চাঁদে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

আশা করা হচ্ছে, আগামী বছরের প্রথম দিকে জাপানের রকেটটি চাঁদে অবতরণ করবে। এর আগে মাত্র চারটি দেশ সফলভাবে চাঁদে অবতরণ করেছে- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত।

বৃহস্পতিবার একটি দেশীয় এইচআইআইএ রকেটের মাধ্যমে চন্দ্র অন্বেষণ মহাকাশযান উৎক্ষেপণ করে দেশটি। এই মিশন সফল হলে চাঁদে অবতরণকারী বিশ্বের পঞ্চম দেশ হবে জাপান।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করেছে এবং সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন ছেড়েছে। এর আগে প্রতিকূল আবহাওয়া থাকায় এক সপ্তাহে তিনটি প্রচেষ্টা স্থগিত করেছে জাক্সা।

এই চন্দ্র অভিযান মিশনে জাপানের মোট ব্যয় প্রায় ১০ কোটি মার্কিন ডলার। রকেটটি তৈরি করেছে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এর উড্ডয়নও পরিচালনা করেছে তারা। এ নিয়ে ২০০১ সালের পর থেকে ৪৭টি এইচ-আইআইএ রকেট উৎক্ষেপণ করল জাপান।

জাপানের লক্ষ্য মুন স্নাইপার নামে পরিচিত এই মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে তার লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ল্যান্ডারটি অবতরণ করা। স্যাটেলাইটটির লক্ষ্য মহাবিশ্বের মধ্য দিয়ে প্রবাহিত প্লাজমা বায়ু পর্যবেক্ষণ করা। যা ছায়াপথের বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।