আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভারত, জাপানের পর এবার চাঁদে রোভার পাঠাবে অস্ট্রেলিয়া

ভারত ও জাপানের পর চাঁদের পথে অস্ট্রেলিয়া। চাঁদ জয় করতে রোভার পাঠানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। এই মিশনে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র সাহায্যে নিচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, নাসার আর্টেমিস মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করবেন ওই দেশের জ্যোতির্বিজ্ঞানীরা। নকশা থেকে শুরু করে অস্ট্রেলিয় রোভারটিকে সম্পূর্ণভাবে তৈরি করবেন দুই দেশের মহাকাশ গবেষকরা।

অস্ট্রেলিয় প্রশাসন জানিয়েছে, ২০২৬-এ চন্দ্র মিশনে রোভার পাঠানো হবে। অস্ট্রেলিয়ার পাঠানো রোভার চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে। সেই মাটি বিশ্লেষণ করবে নাসা।

উল্লেখ্য, বৃহস্পতিবার চাঁদের দিকে যাত্রা শুরু করে জাপানি মহাকাশযান স্লিম।