কলকাতা রাজ্য লিড নিউজ

৯ বছর পর ইডির তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা শিল্পপতি হর্ষ নেওটিয়ার

এবার শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব ইডির। মঙ্গলবার সাতসকালে তিনি কলকাতার ইডি দফতরে হাজিরা দেন। সকাল ১০.১৫ নাগাদ হর্ষ নেওটিয়া পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পপতি নিজেই জানান যে, তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ঠিক কোন মামলায় তাঁকে ইডি তলব করেছে, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থার দাবি, এইসব মামলায় বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। সেই সংক্রান্ত কোনও মামলাতেই শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ডাকা হয়েছে কিনা তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তবে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই জানতে পেরেছে একাধিক নির্মাণ কাজে বেআইনি টাকা ব্যবহার করা হয়েছে। হর্ষ নেওটিয়ার সংস্থা কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল। এই বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।