ভারতের অরণ্যে আবার ফিরতে চলেছে ৭০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। আর সেই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের অরণ্যে ছাড়া হবে চিতা। ওইদিনই সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। এবার নিজের জন্মদিনে মধ্যপ্রদেশের কুনোর পালপুর জাতীয় উদ্যানে উপস্থিত থেকে আফ্রিকা থেকে আসা ৫টি চিতা জঙ্গলে ছাড়বেন নরেন্দ্র মোদী। প্রধামন্ত্রীর জন্মদিনে তাঁর উপস্থিতিতে চিতা ছাড়ার ঘটনা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই স্বাধীনতার পর আগামী ১৭ সেপ্টেম্বর, এই প্রথম দেশের কোনও অরণ্যে ছাড়া হবে চিতা।
জানা গিয়েছে, আফ্রিকা থেকে ৫টি চিতা আসছে। আগামী ১৭ তারিখ সেগুলিই কুনোর জাতীয় উদ্যানে ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি টুইট করে এমনটাই জানিয়েছেন। নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে প্রাথমিকভাবে পাঁচটি চিতা আনা হচ্ছে বলেও জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান যে, কুনোর জঙ্গলে চিতা ছাড়ার পাশাপাশি শেওপুরের কারাহালে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির একটি অনুষ্ঠানেও নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। এরপর ২০০৯ সালে ভারতে এই পশুটিকে ফিরিয়ে আনার প্রকল্পটি শুরু হয়। গত বছরের নভেম্বর মাসেই আফ্রিকা থেকে চিতা নিয়ে আসার সিদ্ধান্ত হয়। ২০২১ সালের জানুয়ারিতে চিতা আনার জন্য সবুজ সংকেত দেয় সুপ্রিমকোর্ট।
You must be logged in to post a comment.