অবশেষে দীর্ঘ প্রায় ৪৬ঘন্টা পর নিষ্ক্রিয় করা হল উদ্ধার হওয়া দুই বালতি তাজা বোমা। বুধবার দুপুরে সামশেরগঞ্জের নিমতলা মোড় থেকে উদ্ধার হওয়া দুই বালতি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড ও সামশেরগঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য, বুধবার দুপুর নাগাদ সামশেরগঞ্জের হোগলা বাড়ি নিমতলা মোড়ে একটি পরিত্যক্ত জায়গা থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয়রা বোমা গুলি দেখতে পেয়ে খবর দেয় সামশেরগঞ্জ থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর পরিত্যক্ত জায়গাটিকে প্রায় ৪৬ ঘন্টা ধরে নজরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।
বৃহস্পতিবার দিন কেটে যাওয়ার পর, শুক্রবার সকালে আসে বোম স্কোয়াড টিম, নিস্ক্রিয় করা হয় বোমগুলি। কিন্তু কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করে ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।