কর্ডেলিয়া ক্রুজে মাদক নিয়ে রেভ পার্টি করার অভিযোগে প্রায় ২৮ দিন কারাগারের ভিতরে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান।অবশেষে বাড়ি ফিরেছেন বলিউড বাদশার ছেলে।
২৮ অক্টোবর মাদক মামলায় মুম্বই হাই কোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। কিন্তু জামিন পেয়েও নথিপত্রের জটিলতায় ২ রাত জেলবন্দি থাকতে হল তাকে। শনিবার সকাল সকালই মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন আরিয়ান। খুশির হাওয়া মন্নতে। স্বস্তির হাসি শাহরুখ, গৌরী, সুহানাদের মুখে। ছেলের বাইরে থাকলেও আদালতের ১৪ দফা শর্ত মেনে চলতে হবে আরিয়ানকে ।
উল্লেখ্য, মাদককান্ডে গত ৩ তারিখ মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। ৫ দিন তাঁদের হেপাজতে থাকার পর গত ৮ অক্টোবর তাঁকে জেলে পাঠান হয়। ১ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন আরিয়ান। আর সেই জামিনের কাগজে সই করেছেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী জুহি চাওলা। অবশেষে আইনি জটিলতা মিটিয়ে টানা ২৮ দিন পর ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন বলিউড বাদশা।